আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কেউ একজন ভালবাসুক

রুদ্র অয়ন,  কবি ও লেখক :
 
একচিলতে ভালবাসার প্রত্যয়ে
কত শত দূর্গমপথ গিয়েছি মাড়িয়ে,
রাত্রির বুকে এঁকেছি
নিশাচর আলোর আল্পনা,
তবু কেউ বাসেনিভাল আমায়। 
 
যে প্রতিশ্রুতি দিয়ে
ভালবাসার কথা বলেছিলো
আজ সেও উবে যাওয়া 
কর্পূরের মত,
আমার জীবন থেকে
গিয়েছে হারিয়ে! 
 
কখনও কেউ
ভালোবাসেনি আমায়। 
 
দেখেনি কেউ
অবহেলায় অযত্নে
কত শত দিবস রজনী
পড়ে আছে জমা। 
 
কেউ একটা লালগোলাপ দিয়ে
ভালবাসার কথা বলিনি কখনও।
 
কেউ বলেনি
ভালবাসলে লাল গোলাপ
দিতে হয়
রাতের চোখে এঁকে দিতে হয়
প্রেমময় ভালবাসার কাজল। 
ক’টা সমুদ্দুর রাখতে হয়
বুকের গহীনে।
 
কেউ কখনও
ভালোবাসেনি আমায়। 
 
কাউকে আমিও
পারিনি বোঝাতে,
আমারও বড্ড ইচ্ছে হয়
চোখে চোখ রেখে
ঘনিষ্ঠ হয়ে কারও সাথে বসি
হাতের মুঠোয় রাখি হাত;
ভাললাগা ভালবাসার আবেশে
কাটিয়ে দেই অনেকটা সময়। 
 
হাতে হাত বেঁধে হাঁটি,
আড্ডা -গল্প করি,
হঠাৎ বৃষ্টিতে ভিজি দু’জনে। 
 
আমারও খুব ইচ্ছে করে
অপেক্ষা করতে করতে
কারও জন্যে
অভিমান নিয়ে বসে থাকি। 
 
সে আসুক 
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
একফালি রোদ্দুর হয়ে ;
আমাকে ছুঁয়ে
অভিমান গুলো
ভেঙে করুন গুড়ো গুড়ো। 
 
আমারও ইচ্ছে করে
কেউ একজন আমাকে
নিজের করে ভাবুক
আমার আমিকে 
তার নিজের করে নিক
ভালবাসার চাদরে কেউ একজন
আমাকে জড়িয়ে রাখুক।
 
আমারও ইচ্ছে করে
কেউ একজন আমাকে 
ভালবাসুক ভীষণ ভালবাসুক।   

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ