আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

তোকে ছাড়া ভালো আছি

খোকন হাওলাদার

এখন আমি তোমাকে ছেড়েও ভালো আছি,
হাসতে পারি, বলতে পারি;
নির্ভাবনায় একলা পথে মনের মতো চলতে পারি।
তোর কথা আর ভাবিনা-
গাছের সাথে, ফুলের সাথে;
পাখি এবং পাতার সাথে
ভাঙা ঘরের শ্যাওলা জমা পাথর এবং ইটের সাথে
আমার এখন রোজ কথা হয়।
তোর কথা আর ভাবিনা-

কলম নিয়ে, কাগজ নিয়ে
ক’যুগ আগে মৃত্যু হওয়া সফল কবির মগজ নিয়ে
ভালোই কাটে সময় গুলো।
এই পৃথিবীর সবটা নিয়েই ভাবতে পারি।
কেবল তোমাকে আর ভাবিনা,
বরং বুকের যে পাশটাতে তোমার স্মৃতি,
সকাল সন্ধ্যা সে পাশটাকে হিংস্র নখে দগ্ধ করি।
পাঁজর গুলো উপড়ে দিতে হাজার চেষ্টা করি হাজার ভাবে।

তাই ভেবোনা তোমার প্রতি ক্রুদ্ধ আমি,
শুধুই আমার অতীতটাকে হত্যা করার ইচ্ছে ভীষণ।
শ্যামল মেয়ে, ভালো থেকো;
এখন আমি তোমায় ছেড়েও ভালো আছি।।

লেখক:খোকন হাওলাদার
সম্পাদক ও প্রকাশক,দৈনিক দেশকন্ঠ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ