আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

মানিকগঞ্জে পুলিশ সদস্য আইসোলেশনে

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক : 

মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সেই সাথে ওই পুলিশ সদস্যর শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরো পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ই এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন গলা ব্যাথার কারনে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন রায়হান জানান, ওই পুলিশ সদস্য সিংগাইর থানার অধীনে ধল্লা পুলিশ ফাড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত। কয়েকদিন আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতের গতকাল থেকে তিনি গলাব্যথা অনুভব করলে তাকে জেলা হাসপাতালে আনা হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশাদ উল্লাহ জানান, গলাব্যথা নিয়ে ওই পুলিশ সদস্য হাসপাতালে আসলে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেই সাথে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ