আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

স্বাধীনতা সংগ্রামে পূর্ণতা প্রাপ্তির ৫৩ তম বিজয় দিবস উদযাপন

আলম শাওন, বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ ডিসেম্বর বাংলাদেশের হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ৫২ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ। ৫৩ তম মহান বিজয় দিবস আজ। প্রতিবছরের ন্যায় এবারও বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের পর ৫২ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

শনিবার ভোরে বিয়ানীবাজার পৌরশহরের কেন্দ্রীয় স্মৃতি সৌধে সকল বয়সী মানুষ শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাখফেরাত কামনা করেন।

শহীদ বেদিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে পুষ্পার্ঘ অর্পন করেন।

এরপর একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জেলা পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, বিয়ানীবাজার প্রেসক্লাব, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড, বিয়ানীবাজার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি, রোটারি ক্লাব বিয়ানীবাজারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ