আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশের পরেও আন্দোলনে অনড় জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি:

আপিল বিভাগে কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১২টা নাগাদ মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সিদ্ধান্ত জানায়। চার সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবার কথা রয়েছে। এ সময়কালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেওয়া পরিপত্র বহাল থাকবে।

কিন্তু আপিল বিভাগের দেওয়া রায়কে প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে রাখা আন্দোলনকারীদের মধ্য থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, “আমরা অনেকদিন যাবৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলন করছি। আজকে দুপুরে আপিল বিভাগ কর্তৃক যে রায় দেওয়া হয়েছে সেখানে দেখা যায় হাইকোর্টের রায় ৪ সপ্তাহের জন্য স্তগিতের আদেশ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, কোটা সংস্কারের এই আন্দোলন এক-দুই দিনের আন্দোলন নয়, এটি দীর্ঘ ছয় বছর যাবৎ চলমান একটি আন্দোলন। দীর্ঘদিনের এই আন্দোলনকে নিয়ে গড়িমসি করার কোনো অর্থ হয় না, ৪ সপ্তাহ সময়েরও প্রয়োজন হয় না। অতএব আমরা বুঝতে পারছি প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। আমাদের দাবিকে মেনে নেওয়ার জন্য তাদের কোনো তাগাদা নেই। তাই আমরা ঠিক করেছি প্রশাসন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিকে মেনে নিবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীরা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা যাবৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে। সন্ধ্যা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ