আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, কম্বল ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়।
এ সময় উপমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। তিনি বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আমাদের করোনা ভাইরাসের ২য় ধাপে নিজে মাস্ক পরতে হবে অন্যকেও মাস্ক পরতে উৎসাহ দিতে হবে।
এসময় উপজেলা চেয়্যারম্যান আবু তাহের হাওলাদার, মিঠাখালি ইউপি চেয়্যারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ, থানা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ