মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শেখ তাজুল ইসলাম শাহিন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
একই সাথে ছিনতাই কাজে ব্যাবহৃত নম্বরবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। ঘটনার ৮ দিন পরে শনিবার (০২ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে খাউলিয়া গ্রাম থেকে পুলিশ শাহিনকে গ্রেফতার করে। গ্রেফতার শাহিন ঐ গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই মিঠুন খান জানিয়েছেন। তিনি বলেন, ছিনতাই হওয়া স্কুটি মোটরসাইকেলটি ঘটনার পরদির পানগুছি নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাই হওয়া স্বর্ণ ও টাকা এখনো উদ্ধার হয়নি।