আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

এবার লবনাক্ততা দূরীকরণে টেকসই বেড়িবাঁধ নির্মান করা প্রতিশ্রুতি দেন : বদিউজ্জামান 

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোঃ এখলাস শেখ:
মোরেলগঞ্জ বারইখালী ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত নৌকা মার্কার পক্ষে  নির্বাচনী পথ সভা  অনুষ্ঠিত হয়েছে।(শনিবার ৩০ ডিসেম্বর) তেতুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত  নির্বাচনী পথ সভায়  প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ।এ সময় বারইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  শফিকুর রহমান( লাল)এর  সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ডা.মোসলেম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ,বহরবুনিয়া  ইউনিয়ন চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার,কুয়েত প্রবাসী আঃমীলীগ সভাপতি নাইম হোসেন রিয়াদসহ আরো নেতৃবৃন্দ। সভায় এইচ এম বদিউজ্জামান সোহাগ  বলেন, বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করলে দেশে শান্তি বিরাজ করবে। শেখ হাসিনা সরকারের আমলেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করা হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে। হতদরিদ্র বলতে এখন আর কেউ নেই। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দেবেন।এছাড়াও তিনি আরও বলেন, বারইখালী ইউনিয়নের প্রধান সমস্যা লবনক্ততা দুরীকরণে টেঁকসই ভেড়িবাধ নির্মানে যাবতীয় কার্যক্রম হাতে নেয়া সহ,এ ইউনিয়নে কারীগরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রবাসীদের জন্য ট্রেনিং ইনিস্টিউটের ব্যাবস্থা করা, ব্রীজ, কার্লভার্ট,রাস্তা নির্মান সহ ইউনিয়নের মাদক সন্ত্রাস নির্মুল করাসহ অসংখ্য পরিকল্পনা আছে বলেও জানান তিনি।এছড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন আঃমীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন শ্যামল,ফনিভূষন হালদার,বাবু সুখরঞ্জন হালদার, আব্দুস সবুর মোল্লা,আদিত্য বর্মন,রাসেল হাওলাদার সহ অন্যান্য প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ