আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বাগেরহাট-৪ আসনে নৌকায় ভোট চাইলেন এইচ এম বদিউজ্জামান সোহাগ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোঃ এখলাস শেখ:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ  বলেছেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় দ্বাদশ  নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিতে হবে। এজন্য সব নেতাকর্মীকে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার(২০ডিসেম্বর) সকালে ১১ নং বহরবুনিয়া ইউনিয়নে ও বিকেলে ৩ নং পুটিখালী ইউনিয়ন কতৃক আয়োজিত সোনাখালী হাইস্কুল  মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আরও বলেন, গত সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, অ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে।দেশের মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু করেছে বর্তমান সরকার।
দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।দেশের কৃষকেরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে। এসময় ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের  বীর মুক্তিযোদ্ধা ও বহরবুনিয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মৃধা এবং সোনাখালী ৩নং পুটিখালী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক আলহাজ্ব মাহাবুবুর রহমান শিকদার এর সভাপতিত্বে একই দিনের দুইটি পথ সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.লিয়াকত আলী খান, উপজেলা সহ-সভাপতি খাউলিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার,জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফুজুর রহমান,বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান,১৪ নং বারইখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল,১১ নং বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন, উপজেলা যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বিশিষ্ট সমাজসেবক মেজবাহ আহমেদ, কবির হোসেন,মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার,আবুল হোসেন শ্যামল, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খ,ম লুৎফর রহমান,বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল।
এছাড়াও মোরেলগঞ্জ  উপজেলা যুবলীগ নেতা রাসেল হাওলাদার,  কুয়েত আওয়ামী লীগ এর( যুগ্ম সাধারণ সম্পাদক) নাইম হোসেন রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাবেক (সাধারণ সম্পাদক) আবু ফয়েজ নিশাত, জেলা ছাত্রলীগের (যুগ্ম সাধারণ সম্পাদক) নিপুন রায়,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাইসুল ইসলাম লয়েড ,পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক,উপজেলা ছাত্রলীগের সাবেক (যুগ্ম সাধারণ সম্পাদক) ইমরান হোসেন,  এস এম কলেজ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও সভায় শরণখোলা ও মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা অংশ নেন।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য আয়োজিত এই সভায়, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য দেন  বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ