আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

খুলনায় ট্রিপল হত্যা ঘটনায় মামলা দায়ের

 

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

খুলনায় খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের তিন সহোদর জাকারিয়া-জাফরিন ও মিল্টন বাহিনী হামলায় গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় খানজাহান আলী থানায় মামলা দায়ের, মামলা নং ১২ । ১৮ জুলাই নিহত সাইফুলের পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে মামলায় খানজাহান আলী থানা আওয়ামীলীগের বহিষ্কৃত সহ-প্রচার সম্পাদক শেখ জাকারিয়া জিকির, তার ভাই মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি শেখ জাফরিন, অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী মিল্টনসহ ২২জনের নাম উল্লেখ এবং ১৫/১৬জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করে। বৃহস্পতিবার রাতে ফুলতলা বোনের বাড়ী থেকে বেড়িয়ে বাড়ী ফেরার পথে মশিয়ালী হাড়াতলায় আসলে জাকারিয়া, জাফরিন, মিল্টন বাহিনীর গুলিতে আটরা মেট্রো টেকনিক্যাল এন্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। চোখে ও নাকে দুটি গুলি লাগলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার মামলা দায়ের করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ