আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

কবিতা- লকডাউন

 

 

কবিতা লেখক,   সামিয়া সরকার অর্থী :

শব্দটা যে বড়ই ভীতিকর আর অচেনা
জন্মসূত্রে তো নয়ই,নয়কো চেনা জানা।
হঠাৎ করেই আবির্ভাব করেছে বিশ্ববাসীর কষ্ট
পথে ঘাটে বাধা,অগ্নি ঝরা বুলি সাভাবিক জীবন নষ্ট।
দয়াহীন,বিনাশকারী, কিংবা ক্ষ্যাপাটে কি নামে যে ডাকি
নেই চঞ্চলতা শুধুই স্তব্ধতা বিশ্ব অংগে দেখছি একি!
রাতের আধার নয়,দিনের আলোই যে আধার হয়
মলিন জীবনধারা আর প্রাণহীন চলা কখন হবে জয়।
কান্নার আর্তনাদ রাজপথ লকডাউন এ ভারী
মৃত্যুর মিছিলে চারিদিকে শুধু ট্রাকের সারি।
ঘরে থাকো, সুস্থ থাকো চলছে শুধু বয়ান
কেমন করে হলো মিল পৃথিবী যে এক সমান।
দ্বার বদ্ধ করে জীবন,যেন রুদ্ধ করেছে প্রাণ
যদি বাহির পানে চান,হ্রদয় যে করে আনচান।
প্রিয় মানুষের আদর,পায়না যে কবর
বিধাতার একি খেলা এখন আপন হয়েছে পর।
শুধুই আতংক লকডাউনে, বড় নিষ্ঠুর তুমি
নেই হানাহানি নেই কোলাহল তবু যে অশান্ত ভূমি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ