গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি ফেসবুক আইডি’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার,( ১২ মে ২০২০) সকালে উপজেলার রামনগর লালবাগ মহল্লার আ: রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম মিনাল বাদী হয়ে “ sihab wahid নামে ও তার ভূয়া ফেসবুক একাউন্ট ohona Kobir maliha নামে দুটি ফেসবুক আইডি’র বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ জানা যায়, “sihab wahid নামে ও তার ভূয়া ফেসবুক একাউন্ট ohona Kobir maliha নামে ওই দুই ফেসবুক আইডিতে গত ১১মে সোমবার পিয়ারুলের ছেলে শিহাব ও অজ্ঞাত কয়েকজন মিলে মোঃ রবিউল ইসলাম মিনালের ছবি সংযুক্ত করে বিভিন্ন প্রকার আপত্তিকর কথাবার্তা লিখে পোস্ট করে। অভিযোগকারী মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহীর স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল “ রাজশাহী নিউজ 24 ডট কম ” পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মিনাল বলেন, আমি একজন সংবাদকর্মী। সংবাদকর্মী হিসেবে আমি সবসময় ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংবাদ করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছি। সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা গত ১১মে সোমবার পিয়ারুলের ছেলে শিহাব ও অজ্ঞাত কয়েকজন মিলে “sihab wahid নামে ও তার ভূয়া ফেসবুক একাউন্ট ohona Kobir maliha নামে ওই দুই ফেসবুক আইডিতে আমার ছবি সংযুক্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।
নাম সর্বস্ব ওই সব ফেসবুক আইডি চিহ্নিত করে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজশাহী জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম বলেন, দুটি ফেসবুক আইডির বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।