আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে প্রধানমন্ত্রীকে কটুক্তি  বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

শনিবারে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিব আহমেদ বাদী হয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর বিকেলে সাভারের আমিন বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে ও ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ’র সমর্থনে এক সভায় কফিল উদ্দিন বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে আপত্তিকর বক্তব্য দেন।

তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রকিব আহমেদ পরের দিন কফিল উদ্দিনের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ