আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

ববিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মার্কেটিং বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ।  বুধবার বিকেল ৫ টায় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন মার্কেটিং বিভাগ বনাম সামাজবিজ্ঞান বিভাগ৷ তিন সেটের খেলায় দুই এক সেটে জিতে শিরোপা নিশ্চিত করে মার্কেটিং বিভাগ।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের ব্যাডমিন্টন খেলোয়াড় মেহেদী হাসান বলেন,
এটা ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ টুর্নামেন্ট, অনেক কিছু স্যাক্রিফাইস করে এইবারের টুর্নামেন্টটা খেলেছি, আমাদের টুর ছিল এছাড়াও আরো অন্যান্য অনেক কাজ বাদ দিয়ে এই খেলা টা চালিয়ে গিয়েছি মার্কেটিং বিভাগের সকল শিক্ষার্থীদের এবং শিক্ষকদের অনেক সাপোর্ট পেয়েছি।

ভালোবাসা থাকবে মার্কেটিং বিভাগের সবার প্রতি, আর হয়তো দেখা হবে না প্রিয় মুখ গুলা এই চির চেনা মাঠে।

এই শিরোপাটা নিয়ে এটি আমাদের মার্কেটিং বিভাগের টানা চতুর্থ তম চ্যাম্পিয়ন শিরোপা, শিক্ষকদের এবং ডিপার্টমেন্টকে শেষবারের মতো গর্বিত করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা নদী জানান,
“একটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাটা অতীব জরুরী,

তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে, এজন্য মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাচ্ছি।

এই দিনটি মার্কেটিং বিভাগের জন্য অত্যান্ত আনন্দের, অত্যন্ত গৌরবের, অত্যন্ত আবেগের।

এই শিক্ষার্থীরা ইতিহাস গড়ে তুলেছে, পরবর্তী শিক্ষার্থীরা তাদের এই গৌরবময় ইতিহাসের ধারা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে শুধুমাত্র খেলাধুলায় না শিক্ষা-সংস্কৃতিতে, গবেষণায় সর্বক্ষেত্রে তাদের সাফল্যের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ