আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

শিল্পকলায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’

জাবি প্রতিনিধি :
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে জার্মান নাট্যকার ও কবি বার্টল্ড ব্রেখটের লেখা সর্বকালের সেরা যুদ্ধবিরোধী মঞ্চ নাটক ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’।
আগামী চার মার্চ সন্ধ্যা সাতটায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে।
ইউরোপের ত্রিশ বছরের ধর্ম যুদ্ধের পটভূমিতে রচিত যুদ্ধবিরোধী এপিকধর্মী ক্রনিকল নাটকটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়োজনায় মঞ্চায়িত হবে।
নাটকটির নির্দেশনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফ।
ইতিমধ্যে নাটকটি সাড়া ফেলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটকটি দেখার জন্য মুক্তমঞ্চে কানায় কানায় ভরে ওঠে।
প্রসঙ্গত, জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখট রচিত ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র এনা ফিয়ার্লিং একটি ভ্রাম্যমাণ ক্যান্টিনের মালিক।
যুদ্ধের ধ্বংসলীলার মধ্যেও তিনি অসীম সাহসের সঙ্গে নিজের মালামাল যেভাবে বাঁচিয়েছে তারই স্বীকৃতিস্বরূপ লোকজন তার উপাধি দিয়েছে ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ