আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ঘর উপহার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারকে ঘর বানিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াস্থ সিডনি বাংলা গ্রুপ।

এ উপলক্ষ্য আজ সোমবার তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ঘর নির্মাণ সামগ্রী এবং নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির ।

এসময় প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক আহাম্মদ কবির, শামছুল আলম আখঞ্জী, যুবলীগ নেতা আবুল কাসেম সহ স্থানীয় সাংবাদিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

ঘর নির্মাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মহাখুশি। ক্ষতিগ্রস্ত অস্টমি বর্মন আবেগপ্লুত হয়ে বলেন, বন্যায় আমার ঘরটি ধ্বসে পড়ে, তারপর থেকে একরকম খোলা আকাশে নিচে ছিলাম।

যে প্রবাসী ভাইয়েরা আমার পরিবারকে ঘরে থাকার সুব্যবস্থা করেছেন তাদের প্রণাম জানাই। একই অভিব্যক্তি অন্যদেরও।

এদিকে অস্ট্রেলিয়া প্রবাসী সিডনি বাংলা গ্রুপের অন্যতম সংগঠক আনোয়ার হোসেন ও সুহাশ আবদুল মুটোফোনে এ প্রতিবেদককে জানান, বন্যা দূর্গতদের পূর্নবাসনে তাদের সংগঠন আরো সহায়তা দিবে।

বিশেষ করে শারিরিক প্রতিবন্ধি, বয়স্ক ব্যক্তি এবং আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা থেকে যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ