আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীতে হামলা

ইউসুফ হোসেন, নাটোর:

নাটোরের নলডাঙ্গার তেঘরিয়া গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিন্টু (৩৫) পিতা আবু বক্কর নামে এক ভ্যানওয়ালা গুরুতর আহত। থানায় মামলা হয়েছে।

আহত ব্যক্তি এখন নাটোর আধুনিক সদর সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
আহত ব্যাক্তির সাথে থাকা রবি (৪৫) এর সাথে কথা বলে জানা যায়।

নলডাঙ্গা হাটে আনুমানিক সকাল ৮ঃ০০ টায় ভ্যানে করে ধান নিয়ে আসে এবং ধান নামিয়ে দেয় মিন্টু এবং বেপারীর কাছে গৃহস্ত ধান বিক্রি করে।

বেপারীর সাথে থাকা কর্মচারীরা ঐ ধান মিন্টুকে পিল দিতে বলে যেটা একটা ভ্যানওয়ালার দায়িত্বে ভেতরে পড়েনা। তাই মিন্টু ঐ কাজে অস্বীকার করলে দুজন কর্মচারী মিন্টু শাষরোধ করে এবং দেখে নেবার হুমকি দেয়।

মিন্টু কাজ শেষ করে বাড়ী ফিরে যায় হঠাৎ আনুমানিক বিকেল ৩ঃ০০ ঘটিকায় পূর্বপরিকল্পামাপিক তিন থেকে চার টা ভ্যান গাড়ী সহ ৯/১০ জন ক্যাডার কিছু বুঝে উঠার আগেই লোহার রড ও দেশীও অস্ত্রের মুখে এলোপাতারি মারধর শুরু করে।

গুরুতর আহত অবস্হায় নলডাঙ্গা থানায় একটা মামলা করেন এবং
চিকিৎসার জন্য নলডাঙ্গা না পেরে
নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। হাতের ও বুকের গভির আঘাতের কথা জানা যায়।

ইতিপূর্বে আরও কয়েকবার এইধরনের হামলার কথা এলাকাবাসীরা বলছে।
এই মর্মান্তিক হামলা সঠিক ও দৃষ্টান্ত মূলক বিচার চান এলাকাবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ