আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

নাটোরের নলডাঙ্গায় হাবিব ফার্মেসীতে চুরি

ইউসুফ হোসেন, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় তারাবির নামাজের সময় এক ফার্মেসী দোকানে চুরি হয়েছে।শনিবার তারাবির নামাজের সময় উপজেলার নলডাঙ্গা বাজারের হাবিব ফার্মেসী দোকানের পিছনের জানালার গ্রিল কেটে দোকানে ঢুকে ড্রয়ারের তালা ভেঙ্গে ওষুধ বিক্রির দেড় লাখ টাকা চুরি করে পালিয়েছে সংঘবদ্ধ চোরের দল।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
হাবীব ফার্মেসীর মালিকের নাম মিজানুর রহমান মাহাবুল,তার বাড়ি তেঘরিয়া গ্রামে।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নলডাঙ্গা বাজারের হাবিব ফার্মেসীর মালিক মিজানুর রহমান মাহাবুল দোকান বন্ধ করে শনিবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যান।নামাজ শেষে দোকান খুলে দেখেন দোকানের পিছনের জানালার গ্রিল কেটে তার ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে ওষুধ বিক্রির নগট ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করেন।হাবিব ফার্মেসীর মালিক মিজানুর রহমান মাহাবুল বলেন,আমি রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে তারাবীর নামাজ পড়ার জন্য মসজিদে যাই।নামাজ শেষে এসে দোকান খুলে দেখি আমার ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা ও পিছনের জানালার গ্রিল কাটা রয়েছে।দোকানের সবকিছু ঠিক থাকলেও ড্রয়ারে রাখা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নাই।এসময় সিসি ক্যামেরার বন্ধ করে রাখে চোরের দল।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান বলেন,এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।চুরির সময় দোকান ঘরের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি।বাহিরের সিসি ক্যামেরা দেখে চোর সনাক্তের চেষ্টা করা হচ্ছে।এ ঘটনায় অভিযোগ দিয়েছে কিন্ত মামলা করতে চাচ্ছে না দোকান মালিক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ