আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

নওগাঁয় অবাধে নিষিদ্ধ রিং জাল দিয়ে মৎস্য নিধন

মোঃ ফিরোজ হোসাইন,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে অবাধে নিষিদ্ধ রিংজাল দিয়ে চলছে মাছ শিকার।
কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন খাল-বিলেও পানি বৃদ্ধি হচ্ছে।সাথে সাথে দেশি প্রজাতির বিভিন্ন মাছের বিচরণও বেড়েছে।
জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে সহস্রাধিক জেলে পরিবার রয়েছে। তারা সারা বছর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। বছরের অন্যান্য সময়ে তেমন মাছ না হলেও বর্ষা মৌসুমের মাছ বিক্রি করেই তাদের সারা বছরের খাবারের ব্যাবস্থা করে নিতে হয়।
এদিকে মাছের প্রজনন বৃদ্ধি পেলেও অসাধু মাছ শিকারীদের রিংজালে তা চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমের শেষের দিকে যেমন দেখা দেবে মাছের সংকট তেমনি বিপাকে পড়তে হবে জেলে পরিবারদের বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
আত্রাই উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ভূষণ চন্দ্র হালদার বলেন, নদী ও খাল-বিলে আশংকাজনক হারে রিংজালের ব্যবহার বেড়েছে। আর এ জালে সব ধরণের মাছ নিধন করা সম্ভব। এভাবে মাছ নিধন হতে থাকলে মৎ্যস্যজীবিরা এক সময়ে অসহায় হয়ে পড়বে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, বিভিন্ন স্থানে রিংজালের ব্যবহার হচ্ছে। আমরা এগুলোর প্রতিরোধে অভিযানও পরিচালনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ