আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

মাইজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা

নড়াইল প্রতিনিধি:

২৩ আগস্ট সোমবার বিকাল ০৪ টা মাইজপাড়া ডিগ্রী কলেজ মাঠে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য রাজা সাহা,উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চাচা সালাউদ্দিন রেজা মন্জু,যুবলীগ নেতা কামাল সিদ্দিকী,আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম,সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ,আরো উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া,সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু। আরো উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সন্দীপ মজুমদার, সাধারণ সম্পাদক আলী মুরাদ খান শুভ,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফারহান আহমেদ ওয়ালিদ সহ ছাত্রীলীগের নেতা-কর্মীরা। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাতে দেশী-বিদেশী মহলের চক্রান্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ব-পরিবারকে হত্যা করা করা হয়। এই হত্যা কান্ডের মাধ্যমে তারা শুধু মুজিবকে হত্যা করেন নাই, হত্যা করছে বাংলাদেশকে। এছাড়া তিনি তার বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরেছেন। সবাইকে আহবান করছেন মুজিবের আদর্শে গড়ে উঠতে। এছাড়াও অন্য অন্য বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ মুজিব পরিবারকে স্বরণ করে তাদের বক্তব্য সেই ইতিহাস তুলে ধরেন।

মাইজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সন্দীপ মজুমদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ