আজ ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ ইং

গাজীপুর ছাত্রলীগ নেতা কাজী শাকিরের নেতৃত্বে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্টাতা যুগ্ম সাধারণত সম্পাদক কাজী সাকিরের নেতৃত্বে ১ হাজার মাস্ক ৫০০ সাবান ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে গাজীপুর মহানগর ছাত্রলীগ।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে গাজীপুর টঙ্গী বাজারে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, সাবান, হাত ধোয়ার জন্য বেসিন, এবং জীবানু নাশক স্প্রে বিতরণ করা হয়েছে।

এসময় কাজী সাকির বলেন, করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকা অতি জরুরী। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহীদ হাসান রাসেল, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় গাজীপুর মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে এসব বিতরণ করেছি।

এসময় তিনি আরো বলেন, দেশের এই দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষদের পাশে থেকে সেবা করে যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ