ইব্রাহীম খলীল – চাঁদপুর প্রতিনিধিঃ
চলতি মাসে চাঁদপুরে বিদেশ ফেরত ৫১৪৬ জন হলেও এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছে ২১৭৫ জন প্রবাসি। চাঁদপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের সুত্রে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
নিয়ন্ত্রণ থেকে বলা হয় চলতি মাসে এ পর্যন্ত ৫১৪৬ জন প্রবাসি বিদেশ থেকে চাঁদপুরে ফেরেন। কিন্তু এদের মধ্যে ৪১০৮ জনের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে স্থানীয় প্রশাসনগুলো।
বাকিদের তথ্য সংগ্রহের জন্য কাজ চলমান আছে বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বলছেন এ পর্যন্ত চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্তে কোন রোগী পাওয়া যায়নি।