আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ ইং

করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনায়  সাভার থানা যুবলীগ

গোলাম সারওয়ার সজল 

বৈশ্বিক দূর্যোগ ও মহামারী” করোনা ভাইরাস “কভিট-১৯ প্রতিরোধ ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে সাভার থানা যুবলীগ এর উদ্দ্যোগে মাক্স,সেনিটাইজার ও লিপলেট বিতরন করা হয়েছে।
বুধবার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাজার বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সাভার থানা অধীনস্থ সকল ইউনিয়নের জন্য পাঁচশত পিচ মাক্স, সেনিটাইজার ও লিপলেট সহ কনোরা ভাইরাস প্রতিরোধ মূলক বিভিন্ন সামগ্রী বরাদ্য দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সাধারন সম্পাদক নাসির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী, সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন, বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম মামুন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল আহমেদসহ আরও অনেকে ।

এসময় সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফয়সাল আহমেদ বলেন,
করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।এর ধারাবাহিকতায় আজ আমরা সাভারের ফুলবাড়ি এলাকায় বিশেষ ভাবে তৈরি সেনিটাইজার, লিপলেট ও মাস্ক বিতরণ করেছি। এছাড়াও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। সেই সাথে সমাজের যার যার অবস্থান থেকে যতটুকো সম্ভব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বানও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ