আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

হাসি -কান্না

দিলীপ চন্দ্র বর্মন :

সুখের হাসি কেউ হাসে,
কেউ বা হাসে দুক্ষে।
কান্না হাসির দুনিয়াতে,
কে-বা আছে সুখে।
সুখের জন্য সকাল সন্ধ্যা
সবাই করছি পরিশ্রম।
অসত্যকে আকঁড়ে ধরে,
সত্যকে করছি বর্জন।
সত্য পথে চলতে গিয়ে,
দুক্ষ যদি আসে।
মনোবল নিয়ে থাকবে তবে,
ভগবানই থাকবে পাশে।
এই ভুবনে দেখি কত,
কারো কপাল গেছে খুলে।
পরিশ্রম ও সততায় থাকলে
চলতে পারবে বুক ফুলে।
সুখের হাসি গোপন হয় না,
দুক্ষের হাসি আড়াল হয়।
কারো জীবন নষ্ট করতে,
কিছু মানুষ পিছু লয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ