আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারনাকারী ৩ চাঁদাবাজকে পুলিশে সোপর্দ

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 

 

লক্ষ্মীপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারনাকারী ৩ চাঁদাবাজকে পুলিশে সোপর্দ করেছে লক্ষ্মীপুর প্রেসক্লাব। আজ (২২ মার্চ) রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় পুলিশ। আটককৃতরা হচ্ছে কামরুল (৫৩), তারেক উদ্দিন জাবেদ (৩৭) ও সোহেল (৩০)।

জানা যায়, গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন কমিটি জেলায় অপসাংবাদিকতা রোধ করার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন্ অভিযোগের ভিত্তিতে তাদের লক্ষ্মীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

এদিকে বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের একাধিক সদস্য ফেসবুকে ষ্ট্যাটাস দিলে ওই সাংবাদিকদের নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এছাড়াও জেলার সাংবাদিক পরিচয়দানকারী অন্য প্রতারক ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার ্আহ্বান জানান অনেকেই।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল শীর্ষ সংবাদকে জানান, এব্যপারে সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠক হয়েছে। প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। অভিযোগ পেলে পর্যায়ত্রুমে সকল প্রতারনাকারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ৩ জনের কাছে প্রতারণার শিকার ব্যক্তিরা থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ