আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

হাইকোর্টের নির্দেশ ডাক্তার ও নার্সদের সুরুক্ষা উপকরণ সরবরাহের

নিজস্ব প্রতিবেদক

 

করোনা ভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সং, চিকিৎসাকর্মীদের নিরাপত্তার উপকরণ সরবরাহের নির্দেশ হাইকোর্টের । করোনা প্রতিরোধে কী কী উপকরণ প্রয়োজন সেটি নির্ধারণ করতে কমিটি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার(২২শে মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসব নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়াসহ তিন আইনজীবী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মঞ্জিল মোরশেদ।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালককে কমিটিতে রাখতে বলা হয়েছে। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের নির্দেশ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মিদের কাজের গতি ও আর জোরদার করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ