আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আইজিপির নির্দেশে বিদেশ ফেরতদের হাতে সনাক্তকারী সিল

ডেস্ক রিপোর্ট

 

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর নির্দেশে বিদেশ থেকে আসা সকল যাত্রীদের হাতে অমোচনীয় কালীতে ‘PROUD TO PROTECT BANGLADESH
HOME QUARANTINED UNTIL…. ‘ লেখা সিল দেওয়া হচ্ছে।

গত ১৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় বিদেশ ফেরত যাত্রীদের হাতে এ ধরনের সিল দেয়ার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন আইজিপি। মূলত বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার সময় উল্লেখ করে ওই সিলটি দেওয়া হচ্ছে। এতে করে বিদেশ ফেরত ব্যক্তিদের সনাক্তকরণ ও তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি দেখভাল করা সহজ হবে।

এরপর গত ২০ মার্চ ২০২০ খ্রিঃ শুক্রবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমান বন্দর, স্থল ও নৌ বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের হাতে এ সিলটি দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি কোয়ারেন্টাইনের শর্ত অমান্য করে বাইরে বের হলে সিল দেখে পুলিশ, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ এমনকি সাধারণ জনগণ তাকে সনাক্ত করতে পারবেন।

(তথ্য : পুলিশ পেইজ থেকে – ২২ শে মার্চ)

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ