আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঝড়বৃষ্টি উপেক্ষা করে ছুটে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

ঝড়বৃষ্টি উপেক্ষা করে দুর্গম চরাঞ্চলে ছুটে গিয়ে ১২ বছরের এক শিশু কন্যার বাল্য বিয়ের আয়োজন পন্ড করে দিলেন লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার এসিল্যান্ড।

গত সোমবার (১ জুন) বিকেলে উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি গ্রামে দূর্গম চরে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, সোমবার দুপুরে ঐ এলাকার রমজান আলী তার ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ের বিয়ে আয়োজন করে। এমন একটি গোপন খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সামিমা সুলতানা সেনা সদস্যসহ ঘটনাস্থলে যায়। প্রশাসনের আগমনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। পরে বিয়ে বাড়ির খাবার উদ্ধার করে স্থানীয় এতিম খানায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সামিমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের উপস্থিতি বুঝতে পেরে সবাই পালিয়ে গেছে। স্থানীয়দের সতর্ক করে দেয়া হয়েছে, তারা যেন কোনভাবে ঐ বাল্য বিয়ে দিতে না পারে। এরপরও যদি বাল্য বিয়ের আয়োজন করা হয় তাহলে যেন আমাদের জানানো হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ