আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সরাইল অরুয়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৭০ হাজার টাকা জরিমানা

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি 

 

হোম-কোয়ারেন্টাইন না মানায় সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের কাতার ফেরত সেলিম (৩৫) মিয়া এবং উপজেলার পাকশিমুল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এর মোহাম্মদ জাহাঙ্গীরকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ২০০ মানুষের খাবারের আয়োজন করে জনসমাগম করায় অরুয়াইল বাগান বাড়ির রুহুল আমীনকে(৭০) বিশ হাজার এবং মূল্য তালিকা না থাকায় অরুয়াইল বাজারের আব্দুল মান্নান ৫৫))
শফিকুল ইসলাম (৩২), নিরাঞ্জয় রায় এই তিন ব্যবসায়ীকে দশ হাজার করে ত্রিশ হাজার মেট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (মার্চ ২৪) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা এ জরিমানা করেন।

নির্বাহী মেজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা জানান, অরুয়াইল বাজারে নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করায় এবং দোকানে মূল্য তালিকা না থাকায় তিনজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব, পাকশিমুল ইউপি সচিব আব্দুল কুদ্দুস, রফিক মেম্বার প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ