দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
দোহার উপজেলার দোহার পৌরসভার লস্করকান্দা গ্রামে বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টাইন না মানায় আজ রবিবার বিকেলে দোহার উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করে বাড়িতে লাল নিশান উড়িয়ে দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুস সালাম, তিনি সিঙ্গাপুর প্রবাসী। তার পিতার নাম আলাল মোল্লা। মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।