আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

সুনামগঞ্জে YAMAHA’র শুভ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্রান্ড ‘ইয়ামাহা’র শুভ উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন পশ্চিম হাজীপাড়া এলাকায় আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।

‘ইয়ামাহা’র জেলা শাখার ম্যানেজিং ডিরেক্টর মো.রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র নাদের বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ঢ্রাষ্টিজের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ঢ্রাষ্টিজের পরিচালক নুরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল হক নয়ন, নুরুল ইসলাম, মুহাজ্জিল হোসেন চৌধুরী, জুয়েল আমিন, ফুয়াদ আহমদ, সাজিদুল বারী আরজু, জামিদুল ইসলাম শিপন সহ ইয়ামাহা’র কর্মকর্তা বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ