আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

সিংগাইরে সংবাদ প্রকাশের পর ইটালি প্রবাসী কোয়ারেইন্টারে

নিজস্ব প্রতিবেদক

 

সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়ন এর বকচর গ্রামের বাদশা মিয়ার ছেলে মনির হোসেন। গত ১২ মার্চ দেশে এসে ঘুরে বেড়ানোর কথা জানান স্থানীয়রা। মনির হোসেন ইটালি থেকে দেশে এসে হোম কোয়ারেইন্টার না করে ঘুরে বেড়ানোর কারনে এলাকায় আতংক ছড়াচ্ছে। ঘুরে বেড়ানোর সংবাদ প্রকাশ করলে নড়ে চড়ে বসে প্রশাসন। শনিবার (২১ শে মার্চ) মানিকগঞ্জ সদর থেকে প্রশাসন ও ম্যাজিস্ট্রেট বকচর মনির হোসেন এর বাড়িতে গিয়ে হোম কোয়ারেইন্টারে থাকার নির্দেশ প্রধান করে। এবং তাকে ও তার পরিবারকে সর্তক করে চলে যায় বলে জানান স্থানীয় এক নেতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ