আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

কালি বাড়ী পুকুরের আশেপাশের বাসার ময়লা আবর্জনায় পুকুরের পানি দূষিত

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ শহরের হিন্দু ধর্মালম্বীদের পূজা অর্চনার জায়গা কালীবাড়ি, কিন্তু সেই জায়গায় কালি বাড়ীর পুকুরে হিন্দু ধর্মালম্বীররা ঠাকুর দের স্নান করার জায়গা এই পুকুর, কিন্তু সেই পুকুরের নেই কোন যত্ন, ময়লা আবর্জনা ও বাসা বাড়ির ময়লার জায়গা এই পুকুর টিতে, কিন্তু পুকুরের আশেপাশের বাসার ও দোকানের ময়লা আবর্জনা জায়গা হয় এই পুকুরে, তাই সংশ্লিষ্ট কৃর্তপক্ষের দৃষ্টি কামনা করা ছাড়া আর কিছুই নেই, পুকুরে চারপাশে শুধু ময়লা আর ময়লা,তাই কালি বাড়ীর দায়িত্বরত কৃর্তপক্ষের কোন হস্তক্ষেপ নেই, আশে পাশের লোকদের সাথে আলাপ করে দেখা যায় যে কোন সময় এই পুকুর পরিষ্কার করতে দেখা যায় না,আমরা ও চাই একটি ধর্মীয় স্থানে পরিচ্ছন্নতা রাকা দরকার। কালিবাড়ি কমিটির সেক্রেটারি এডভোকেট বিজন চৌধুরীর সাথে আলাপ করে জানা যায়, তারা আশেপাশের বাসাবাড়ী ও দোকানদারকে নোটিশ দেওয়া সত্ত্বেও,এই জায়গায় ময়লা-আবর্জনা ফেলছে, এডভোকেট বিজন চৌধুরী আরও জানান,পৌরসভার ময়লা ফালানোর গাড়িকে বলার পরেও ময়লা পরিষ্কার করছে না,তিনি বলেন পুকুরের ঘাটলা তৈরীর জন্য অলরেডি কাজ প্রক্রিয়াধীন রয়েছে,এবং পৌরসভার মাধ্যমে ঘাটলা তৈরীর জন্য অতি শিগগিরই কাজ শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ