আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

ইউপি পরিষদ নির্বাচন – ২০২১ এর তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ২২ মার্চ থেকে শুরু করে ৪ জুন পর্যন্ত মোট ৬টি ধাপে সারা দেশে ইউপি নির্বাচন সম্পন্ন হবে।
২২ মার্চ ১ম ধাপে ৭৫২টি;
৩১ মার্চ ২য় ধাপে ৭১০টি;
২৩ এপ্রিল ৩য় ধাপে ৭১১টি;
৭ মে ৪র্থ ধাপে ৭২৮টি;
২৮ মে ৫ম ধাপে ৭১৪টি এবং
৪ জুন ৬ষ্ঠ ধাপে ৬৬০টি;
ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয় তথ‍্য মতে; তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী….

প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়নে (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে; পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

প্রথম ধাপের ৭৫২টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ। ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ।

দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ। এসব ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ।

তৃতীয় ধাপে ৭১১টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ মার্চ।

চতুর্থ ধাপে ৭ মে ভোট গ্রহণ করা হবে ৭২৮টি ইউপিতে। এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ এপ্রিল।

পঞ্চম ধাপে ৭১৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৮ মে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মে।

সর্বশেষ ৬ষ্ঠ ধাপে ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ৪ জুন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়
৯ মে ২০২১ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ