আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং

জাতির জনক বঙ্গবন্ধু শত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প।

বিশেষ প্রতিনিধি : রতন হোসেন 

 

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শত বার্ষিকী উপলক্ষে ডাঃ মোস্তাফা মেমোরিয়াল মেডিকেল সেন্টার বাড়াইপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা সকাল ১০টা থেকে রাঁত ৮টা পর্যন্ত বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ ডাক্তার ছিলেন ডাঃ নাহিদা সুলতানা- গাইনী মা ও শিশু এবং স্ত্রী রোগ অভিজ্ঞ , ডাঃআব্দুল্লাহ আল মুরাদ-মেডিসিন, চর্ম ও যৌন রোগের অভিজ্ঞ চিকিৎসক, ডাঃ সুমন চন্দ্র সাহা-মাথা ব্যাথা নিউরো মেডিসিন ডাঃ এ,এস,এম ওমর ফারুক-মেডিসিন বাদজ্বর ও শিশু, বিশেষজ্ঞ, ডাঃআসমা চৌধুরী (সম্পা)-স্ত্রী প্রসূতি সার্জারি বিশেষজ্ঞ ডাঃমুহাম্মদ মাসুদ রানা-মেডিসিন গ্যাস্ট্রোলজি ও লিভার বিশেষজ্ঞ ডাঃফারাবি আব্দুলহ-আল কফি-ডাঃএকে মেরাজুল হাসান সার্জারি রোগ বিশেষঙ্গ, ডাঃএসারত আলী-চর্ম যৌন এলার্জি রোগে বিশেষজ্ঞ।
এখনে বিশেষ ভাবে রুগীদেরকে সেবা প্রধান করা হয়।

ক্যাম্পে গার্মেন্টস শিল্পের শ্রমিক সহ এলাকায় বসবাসকারী সকল শ্রেণী-পেশার প্রায় ৬০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ