আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

করোনা মুক্ত হলেন সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার আবু সাঈদ তালুকদার

আবু জাহান তালুকদার :

করোনা মুক্ত হলেন এফআইভিডিবি-Suchana প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদ।

জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি-Suchana প্রকল্পে নিউট্রেশন অফিসার হিসেবে তিনি কর্মরত আছেন। তিনি গত দুই সপ্তাহ যাবৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। করোনা উপসর্গ নিয়ে গত ২৯ নভেম্বরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা প্রদান করেন এবং ৩০ নভেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠালে গত ০২ ডিসেম্বর কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসে।

গত ২৭-২৯ নভেম্বরে তিনি জ্বর, গলা ও শরীর ব্যথা অনুভব করেন এবং অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এস, এম, আব্দুল আহাদের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী নমুনা পরীক্ষা এবং ওষুধ গ্রহণ করেন।

সর্বশেষ ১৪ দিন অতিবাহিত হওয়ার পর গত ১৩ ডিসেম্বর পুনরায় কোভিড-১৯ এর ফলোআপ নমুনা প্রদান করেন।

উক্ত রিপোর্টের প্রেক্ষিতে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। বর্তমানে শারীরিক দুর্বলতা ছাড়া তিনি অনেকটাই সুস্থ আছেন । তার সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া ও শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার পরিবারের সদস্যগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ