আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

মধ্য রাতে শীতার্থদের বাড়ি বাড়ি কম্বল পৌছে দিলেন

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হত-দরিদ্র শীতার্থ মানুষের বাড়ি বাড়ি কম্বল পৌছে দিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

যেখানে দিনের পর দিন ঘুরে কম্বল পাওয়া যায়না, সেখানে রাতের আধারে মানুষকে ডেকে ডেকে কম্বল গায়ে জড়িয়ে দিলেন
নিজ হাতে।

৯ডিসেম্বর মধ্যরাতে বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়ন ও ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বনমথুরা,বুরুজ পাড়া,বিদ্যাভূষন পাড়া ও ঋষি পাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল এভাবেই বিতরন করা হয়।

বনমথুরা এলাকার ৭ সন্তানের এক জননী জানান, আমার ছোট ছোট বাচ্চাগুলো সকাল-বিকাল শীতে কাপে রাইতের বেলা পাতলা কাথার নীচে শীতে কাপে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার লাইগা দোয়া করুম। ইউএনও স্যারের লাইগাও দোয়া করুম।

একই পাড়ার এক বৃদ্ধ লোক জানান, একটা কম্বলের লাইগা কত জনরে কইছি, কেউ দেয় নাই। এখন আল্লা আমার লাগি ঘরে পাঠাইয়া দিছইন। আল্লাগো হেরার ভালা কইর।

বিদ্যাভূষন পাড়ার অমরচান দাশ জানান, কম্বলের লাগি অখন দেহি যাওন লাগেনা। এমনই ঘরে আইসা যায়। জয় হউক মানবতার নেত্রী শেহের বেটি শেখ হাসিনার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল প্রকৃত অসহায মানুষকে আমরা ঘরে ঘরে পৌছে দেব। আমরা চেষ্টা করবো প্রকৃত অসহায় মানুষজন যেন কম্বল পায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ