আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

তাহিরপুরে যাদুকাটা নদীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রয়

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী হতে মোবাইল কোর্টে সম্প্রতি জব্দকৃত আনুমানিক ৫,হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়েছে।

জব্দকৃত বালু নিলামে বিক্রয় করে রাজস্ব আদায়পূর্বক নিষ্পত্তির লক্ষ্যে প্রকাশ্যে নিলামের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

আজ বুধবার(২১,অক্টোবর)দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গণে,তাহিরপুর সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃরুহুল আমিনের নিলাম পরিচালনার মাধ্যমে প্রকাশ্যে নিলামে ২৬জন দরদাতা অংশগ্রহণ করেন, এতে (ভ্যাট+আয়করসহ) ১৩৪৪০০টাকা সর্বোচ্চ দরদাতা হিসাবে মোঃসোহেল মিয়া নিলাম প্রাপ্ত হন।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রের অনুকূলে জমা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন নিশ্চিত করে বলেন,জনস্বার্থে মোবাইল কোর্টের অনুরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ