আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

তাহিরপুরে রোগীদের পালস মাপার অক্সিমিটার প্রদান করলেন’ইউএনও

 

আবু জাহান তালুকদারঃসুনামগঞ্জ প্রতিনিধিঃ

সারাদেশে বৈশ্বিক মহামারি(কোভিড-১৯)
করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সারা দেশের ন্যায় করোনা ভাইরাসে সংক্রমণে তাহিরপুরে ৫৩ জন পুরুষ-মহিলা সংক্রমিত হয়েছেন।সদর হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগী সহ সকল জটিলতম রোগীদের পালস দ্রুততার সাথে মাপার জন্যে,সোমবার (৩১ আগস্ট) হাসপাতালে ১০ টি পালস অক্সিমিটার প্রদান করেছেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

পালস অক্সিমিটার ধারা কর্ত্যরত চিকিৎসকগণ করোনা আক্রান্ত রোগী সহ অন্যান্য রোগীদের অক্সিজেন সেচুলেশন দ্রুতার সাথে পরীক্ষা করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর সদর (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন,তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন বলেন,সারা দেশে মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে।সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।উপজেলা হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের পালস মাপার সুবিধার্তে ১০ টি অক্সিমিটার প্রধান করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ