আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

উদাসী শ্রাবণ

 

লেখক; ওয়াইস আল করনি,
শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় :

 

রিমিঝিমি ঝরে উদাসী শ্রাবণ,
সুরে সুরে ফোটে বৃষ্টির খই,
গ্রীষ্মের আগুনে ভুলেছি ফাগুন,
অবিরাম বর্ষণে সুখ খুঁজে লই।

প্রভাহীন প্রভাতে জমেছে সলিল,
সবুজের গালিচাটা জলের সমাধি।
দখিনা সমীরে দোলে প্লাবিত বিল,
তরঙ্গে হেঁয়ালি করে পদ্মা মায়াবতী।

পকপক ধ্বনিতে মুখরিত ঝিল,
নানা রঙে ভেসে বেড়ায় হাঁসেদের ভেলা।
মেঘের চাদরে ঢাকা আকাশের নিল,
পঙ্কজ কাননে বেঙেদের মেলা,

অনুভূতির দরজায় নেড়েছে কড়া,
কোলকোল ধ্বনিতে হৃদয় আকুল,
উড়ো মেঘে ছেয়ে গেছে আবেগের পাড়া,
আবেশের বর্ষনে সিক্ত তুমুল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ