আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

স্বর্গ তরীর হাল ধরো

 

কবি : ওয়াইস আল করনী
শিক্ষার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,

কেন হে পথিক হতাশার আস্তাকুঁড়ে হতোদ্যম,
অচেনা গন্তব্যে কেন সদা কদম উত্তাল ,
মরুর চিকচিকে মরীচিকায় মত্ত তব হরদম,
রঙিন চশমায় বুনছো মেকির স্বপ্ন-জাল?

হীনতার পদতলে পিষ্ট হবে আর কতোকাল,
কপটতার আলখেল্লায় নষ্ট বিবেকের আচ্ছাদন,
ভাঙ্গা তরী বাইছো মাঝি ভুল মাস্তুলে ছেড়া পাল,
মেকি-সভ্যতার কৃষ্ণসাগরে আর কতো নিমজ্জন।

থামো! কালের ধারার উল্টো স্রোতে ভেসো না,
আতশ দরিয়া গন্তব্য তার, ও স্রোত নয় তোমার।
ডাকছেন দেখো মুনিবে আরশ দিয়ে আসমানী মন্ত্রণা,
স্বর্গ-তরীর হাল ধরো, অনুসরো কোরআন-বাতিঘর

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ