আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় দিন দিন আয়ের শতাংশ কমে আসছে

 

ফারিয়া ইসলাম সূচনা :

করোনার এই মহামারিতে বেশিরভাগ মানুষ বেকার অবস্থায়। বন্ধ হয়ে গেছে অনেক অফিস-আদালত,কল-কারখানা। ফলে নিম্নবিত্ত মানুষদের চোখে অন্ধকার। কোথায় যাবে? কি করে দুবেলা খাবার জুটাবে এই নিয়ে হতাশ তারা।
মধ্যবিত্তের আয় দুই তৃতীয়াংশ কমে গেছে, অনেকের কাজ থাকার পর ও আয় দাড়িয়েছে তিন ভাগের এক ভাগ।
বি আই ডি এস জানান, দেশে নিম্নবিত্ত মানুষের আয়ের হার কমেছে প্রায় পঁচানব্বই শতাংশ।
অর্থনীতিবিদ ড.নাজনীন আহমেদ জানান,
আগে যেখানে প্রায় ৩ কোটি ৭০ লাক্ষের মতো মানুষ দরিদ্র ছিলো সেখানে এই মহামারিতে আরো দেড় কোটির মতো মানুষ নতুন যুক্ত হয়েছে।
করোনা মহামারির জন্য সবজি সময়মতো বাজারজাত করন করতে না পারায় টানা বৃষ্টিতে পঁচে গেছে মুন্সিগন্জের শত শত একর জমির সবজি।
তার ফলে কৃষকদের দেখতে হচ্ছে কষ্টের দিন।
কৃষি কর্মকর্তা জানান, পরিমান মতো কৃষক না থাকায় পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা এবং বৃষ্টির কারনে সবজি এবং ধানের জমিতে পানি থাকায় ফসল এখন নষ্টের মুখে।
সুতরাং সব দিক থেকেই হতে হচ্ছে ক্ষতির সম্মুখীন।
সরকার জানায়, খাদ্য এবং বাসস্থানের আগে সবাই যেন আয় করতে পারে সেদিক লক্ষ্যই রাখা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ