আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

শাহরাস্তিতে ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লার স্তুপ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ জনগণ

 

 

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার পযাপ্ত পরিমাণ নিদিষ্ট ডাস্টবিন না থাকায় প্রতিনিয়ত বাতাসের সাথে সৃষ্টি দুর্গন্ধ। যা পৌরবাসীসহ প্রতিনিয়ত আগত সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করছে।
সরেজমিনে গিয়ে দেখায় যায়, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশ সংলগ্ন উপজেলা পরিবার কল্যাণ অফিস, কালীবীড়ী জোড়পুকুর,কালীবাড়ি বাজার,নিজমেহার মডেল পাইলট প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় খাল, ঠাকুর বাজার, দোয়াভাঙ্গা, শাহরাস্তি মহাসড়ক ও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্হানে নিদিষ্ট ডাস্টবিন না থাকায় মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ তৈরি করছে।

যার ফলে প্রতিনিয়ত সাধারণ পথচারীসহ আগত মানুষ ও পৌরবাসী দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকিতে ভূগছেন।
অথচ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুয় চিকিৎসা, নিত্যপ্রয়োনীয় জিনিসপত্র ও বিভিন্ন কাজে চলাফেরা করে থাকে।

এব্যাপারে পথচারীরা বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকায় রাস্তা দিয়ে চলাফেরা অনুপযোগী হয়ে উঠছে।

এব্যাপারে সুশীল সমাজের সচেতন নাগরিকগণ বলেন,
শাহরাস্তি পৌরসভায় নিদিষ্ট ডাস্টবিন না থাকায় প্রতিনিয়ত পরিবেশ ও বায়ু দূষণ তৈরি হচ্ছে।
যা একটি আদর্শ পৌরসভায় বসবাসকৃত নাগরিকদের কাম্য নয়।

এব্যাপারে উপজেলা বিশেষজ্ঞ এক ডাক্তার বলেন,
বায়ু দূষণের ফলে হৃদরোগ,ক্যান্সার, অবসহীনতা, অলসভাব, মাথা ব্যাথাসহ মানুষের বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হতে পারে।
তাই আমার পরামর্শ হলো, ময়লা ফেলার নিদিষ্ট স্হান তেরি ও তা পরিষ্কার রেখে পৌরসভা তার ভূমিকা পালন করবে।

তাছাড়া এলাকাবাসী বলেন, অতিদ্রুত ডাস্টবিন স্হাপনসহ
আমাদের সকল দাবি পূরুণ করার জন্য স্হানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাসহ পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ