আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

সরাইল সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আবারও ধান কেটে দিল কৃষকের

 

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবারো কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন সরাইল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (১ মার্চ ) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের কৃষক মো. মর্তুজ আলীর ৬০ শতাংশ জমির পাকা ধান ক্ষেতে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেন তারা।

কৃষকের ধান কাটিলেন শিক্ষক ছাত্র এর আগে গত ২৪ এপ্রিল সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের কৃষক মো. মজর আলীর (৬৮) জমির পাকা ধান পাশের ধরন্তি হাওর থেকে কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার সূর্যকান্দি এলাকায় ফসলি মাঠে শিক্ষার্থীদের পাশাপাশি এ ধান কাটায় অংশ নেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, প্রভাষক একেএম জিয়াউর রহমান লাভলু, মো. মানিকুর রহমান, মোহাম্মদ এরশাদ আলী ও শরীরচর্চা শিক্ষক মো. ইকবাল হোসেন।

ধান কেটে কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন;করোনা ভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও শিক্ষা বোর্ডের লিখিত নির্দেশনায় কলেজের ছাত্র-শিক্ষক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।ছাত্র-শিক্ষকরা মিলে কৃষকের ধান কাটা, আঁটি বাঁধাসহ বাড়ির আঙিনায় পৌঁছে দিয়েছেন।

কৃষক মর্তুজ আলী বলেন, ‘শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। সরাইল সরকারি কলেজের শিক্ষক ও ছাত্ররা যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন, তা কখনও ভুলবার নয়। আমি এ কাজে তাদের ওপর দারুণ খুশি হয়েছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ