আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

কাজীপুরে সরকারি নির্দেশনা অমান্য করায়  ১০ জনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধিনিষেধ অমান্য করার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুরে ১০টি মামলায় ১০ জনকে বিভিন্ন অঙ্কে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে।

আজ রোববার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘাই, ছালাভরা, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা, সোনামুখী, মাথাইলচাপড় ও আলমপুর চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। কাজীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, জনসমাগম করা ও দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন অঙ্কে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন করা হচ্ছে সরকারি বিধি নিষেধ মানার জন্য।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ