আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

হাটহাজারীকে যানজটমুক্ত করার অভিযান  উপজেলা প্রশাসনের 

 

ফটিকছড়ি প্রতিনিধি :  

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাকে যানজট মুক্ত করতে বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টা থেকে বাসস্ট্যান্ডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় আজকে অভিযান পরিচালনা করে ৬ শতক সরকারি জায়গা দখলমুক্ত করি। হাটহাজারী পৌরসভাকে যানজট মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। উচ্ছেদকৃত জায়গা বাসস্ট্যান্ডের পরিবহন চলাচলের কাজ ব্যবহার হচ্ছে।

তিনি বলেন, উচ্ছেদ চলাকালে উচ্চ আদালতে মামলা হবার কারনে উচ্ছেদ কাজ বন্ধ ছিল। মামলা খারিজ হলে আবার উচ্ছেদ শুরু করি আজ থেকে।পর্যায়ক্রমে অবৈধ দখলে থাকা সমুদয় জমি উচ্ছেদ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসে দুই দফায় এই বাসস্ট্যান্ডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৩ শতক সরকারি জমি উচ্ছেদ করে উন্মুক্ত করা হয়েছিল। যার আনুমানিক মূল্য পৌনে চার কোটি টাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ