আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

আরএমপি’র ক্যাম্পেইন যাত্রায় তিন’শ নাগরিককে মাস্ক প্রদান

 

জিয়াউল,শরিফুল (রাজশাহী ব্যুরো):

রাজশাহী নগরীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের সাথে ক্যাম্পেইন শুরু করেছে আরএমপি, রাজশাহী।
করোনা ভাইরাসের প্রার্দুভাব দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ ক্যাম্পেইন কার্যক্রম।
নগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির’র নির্দেশে ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ফারজিনা নাসরিন, নিবারন চন্দ্র বর্মন প্রমুখের এতে তদারকি করেন।
আজ দুপুরে নগরীর জিরো পয়েন্ট, মনি চত্ত্বর, সাহেব বাজার, সদর হাসপাতাল মোড়, পাঠানপাড়া, ফায়ার সার্ভিস মোড় এলাকার জনগনকে স্বাস্থ্য সচেতন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায়, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক সহ সব ধরনের পিপিই পরিধান করে চলাফেরা করার অনুরোধ জানায় তারা। ক্যাম্পেইনে মোট ৩০০ জন দুঃস্থ ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সচেতনতার পরামর্শ দেয়া হয়।
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আরএমপির একটি সূত্রটি জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ