আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

শেরপুরের জেলা প্রশাসক দিলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের বাসা ভাড়া 

 

শেরপুর প্রতিনিধিঃ

করোনা প্রাদুর্ভাব এ অসহায় হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্যও কষ্টসাধ্য হয়ে পড়েছে জীবন যাপন।

৫ জুলাই রবিবার শেরপুরের জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব পক্ষ হতে শেরপুর জেলা শহরের বাগরাকসা এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের তিন মাসের বাসা ভাড়ার সম্পূর্ণ টাকা বাসার মালিক মোঃ আবুল কালাম আজাদ এর হাতে তুলে দেন জেলার নেজারত ডেপুটি কালেক্টর মিজানুর রহমান।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশে জেলা প্রশাসন সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে লকডাউন শুরু হলে জেলা প্রশাসন কর্তৃক তাদের খাদ্য সহায়তা, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসানে মানবিক সহায়তা সহ বিভিন্ন সহায়তা পৌছে দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর প্রচেষ্টায় তাদের আবাসন সমস্যা সমাধানকল্পে ‘আন্ধারিয়া গুচ্ছগ্রাম প্রকল্প’ নামক গুচ্ছগ্রাম এর নির্মাণকাজ দ্রতগতিতে এগিয়ে চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ