আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

মা

   লেখকঃ জান্নাতুল ফেরদৌস :

উদ্ভিদবিদ্যা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।

মা সে তো একটি শব্দ মাত্র,

যে শব্দের অর্থটা অপরিবর্তনীয়।

মা সে তো হাজারো স্থাপনের মাঝে,

একটি স্মৃতি মাত্র।

মা মানে তো একটি আয়না,

যে আয়নাতে নিজের ছাড়া,

অন্যের ছবিটা দেখা যায় না।

মা সে তো সোনালী সবুজের মাঝে!

পূর্ব আকাশে ফুটে ওঠা একটি মাত্র সূর্য।

মা সে তো সন্ধ্যার আকাশে,

হাজারো তারার মাঝে ফুটে ওঠা একটি চাঁদ।

মা সে তো দিনের বেলায়,

পছন্ড রোদের মধ্যে একটি ছাতা।

মা সে তো বর্ষা রিমঝিম বৃষ্টির মধ্যে,

হাজারো ফোটার মধ্যে একটি মাত্র পাত্র।

মা সে তো হালকা মিষ্টি ভালোবাসা,

যে ভালোবাসার মাঝে লুকিয়ে আছে,

ভুল কাজকে সঠিক করে দেওয়া,

সত্য পথে চলার আদেশ, আর অসত পথে বাঁধা।

মা সে তো সত্য কথা বলার সাহসী হাতিয়ার,

আর মিথ্যা কথাতে বাঁধা দেওয়াই তাঁর কাজ।

মা সে তো হাজারো গল্পের মাঝে একটি মাত্র চরিত্র,

যে চরিত্রে কথা কল্পনা তে ও শেষ হয় না।

মা সে তো পথের দিশারী,

যে পথে বহু দূর পর্যন্ত পাড়ি দিতে আমরা পারি।

মা গো তুমি যে অন্ধকারের আমার আলো,

মা গো তোমায় ছাড়া এই পৃথিবীতে!

আমার কিছুই লাগে না যে ভালো।

সংষ্কার ও শব্দ অলংকারঃ- ইব্রাহীম খলীল সবুজ।

সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষক ও গবেষক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ