আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

ডাক্তার ফেরদৌস খন্দকারের স্ত্রী আঞ্জুমান আরা দিনার বিশেষ সাক্ষাতকার

 

হায়দার আলী :

যে বাংলাদেশ আমাকে ডাক্তার বানিয়েছে
সেই দেশের বিপদে পাশে থাকবো না,

“বাংলাদেশের প্রতি উনার প্রচুর টান। বাংলাদেশ বললেই অন্যরকম হয়ে যান তিনি। নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষের এখন ক্রান্তিকালেও কিছু করার জন্য ছুটে গেছেন। বাংলাদেশে যাওয়ার কিছুদিন আগে বললাম, সবাইকে রেখে এভাবে কি দেশে যাওয়ার ঠিক হবে? উত্তওে তিনি আমাকে বললেন, বলো কি তুমি, যে বাংলাদেশে আমার জন্ম, যে দেশে আমার শেকড়। যেই বাংলাদেশ আমাকে ডাক্তার বানিয়েছে, সেই বাংলাদেশের বিপদে আমি পাশে থাকবো না! এটা কোনভাবেই হতে পারে না। কথাগুলো বলতে বলতে উনার দুচোখ ছলছল করে উঠে। আমি আর বাধা দেইনি, জানি আমার বাধা মানবে না, দুই ছেলেও বললো, এই যুদ্ধে বাবাকে আটাকানো যাবে না। বাবার মনোবল চাঙ্গা রাখতে ছেলেরাও উৎসাহ দিয়েছেন।” কথাগুলো বলছিলেন নিউইর্য়কের জনপ্রিয় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌস খন্দকারের স্ত্রী আঞ্জুমান আরা বেগম দিনা। আজ বুধবার সকালে কালের কণ্ঠকে দেয়া সাক্ষাতকারে ডাক্তার ফেরদৌস খন্দকারের ছাত্রজীবনের রাজনীতি, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, করোনাকালীন সময়ের ভুমিকাসহ বিভিন্ন গুরুত্বপূণূ তথ্য তুলে ধরেন তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বেগম দিনা।

মানুষের বিপদে পাশে থাকা এবং মানুষের জন্য কিছু করার ব্যকুলতা সারাক্ষণ থাকে জানিয়ে আঞ্জুমান আরা বলেন,‘ আসলে উনি সব সময় মানুষকে সময় সহযোগীতা করতে চায় এবং এটা তিনি পছন্দ করেন। আমি উনাকে অনেক বছর ধরে চিনি। ১৯৯৮ সালে বিয়ের ৬ বছর আগে থেকেই। যখন আমি স্কুলে পড়ি। উনি মানুষকে সহযোগীতা করতে গেলে কোন কিছুই চিন্তা করে না। করোনাকালে হউক আর অন্য কোন দুযোর্গকালীন হোক। মানুষের বিপদের কথা শুনলে তিনি বসে থাকতে পারে না। নিজের সাধ্য অনুযায়ি ঝাপিয়ে পড়তে দেখেছি দীর্ঘদিন ধরেই। আর এটা খুবই আন্তরিকতার সঙ্গেই করেন। মানুষের সেবায় সারাটি জীবন নিজেকে নিয়োজিত করেছেন। আমার স্বামীর এইসব কাজে আমি গর্বিত। এমন মানুষটিকে আমি জীবনসঙ্গী হিেেব পেয়েছি, যিনি মানুষের কথা চিন্তা করে, মানুষকে ভালোবাসে। বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর প্রতি অগাত ভালোবাসা, দেশকে খুব ভালোবাসেন।
ফেরদৌস খন্দকারের স্ত্রী আঞ্জুমান আরা বেগম দিনা আরো বলেন,‘ করোনাকালে নিউ ইর্য়কে করোনা আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, সেই সময়ে নিউইয়র্কের অনেক চিকিৎসক প্রাইভেট চেম্বার বন্ধ করে ঘরবন্দী হয়েছিল। আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেকেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য একের পর এক ফোন দিতো। সেই সময় দেখেছি দিন-রাত সব সময় মানুষের চিকিৎসা সেবাসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। যে সময় নিউইয়র্কে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস করতো না, সেই কঠিন সময়ে আক্রান্ত মানুষের আকুতি শুনে বাড়ি বাড়ি গিয়েও চিকিৎসা দিয়েছেন। মানুষের পাশে থাকতে গিয়ে ঠিকমত তিন বেলা খাবার খাওয়ার সময় পেতেন না অনেক সময়। শতশত মানুষ অসহায় হয়ে ফোন দিতেন উনাকে। শুধু চিকি সেবাই নয়- বৈধ কাগজপত্রহীন মানুষের জন্য খাবার সামগ্রীও বিতরণ করেছেন।

বাবার এই কর্মযজ্ঞে দুই ছেলে পাশে ছিলেন জানিয়ে অঞ্জুমান আরা দিনা বলেন,‘ আমেরিকার এমন দুযোর্গে কাগজপত্রহীন অনেক প্রবাসীই খাবারের কষ্টে পড়ে যায়। ওইসব মানুষের জন্য কিছু একটা করার উদ্যোগ নেই। খাবারের কষ্ট আছে এমন ফোন পেলে আমরা খাবার পৌছে দিতাম তিনি চিকিৎসা সেবা দিতেন আর আমরা বাজার থেকে বিভিন্ন প্রকারের খাবার সামগ্রী এনে আমাদের বাড়ি এবং অফিসে রাখতাম। উনার একাটাই নির্দেশ ছিলো, কেউ খাবারের জন্য এসে যেন ফিরে না যায়, কিংবা ফোন করলে যেন খাবার পৌছে দেয়া হয়। আমাদের এই কাজে কলেজ পড়–য়া ছেলে আতিক খন্দকার এবং ছোট ছেলে নাসিব খন্দকারও সহযোগীতা করেছে। ছেলে দুটোও বাবার মতো মানুষের উপকারে নিবেদিত প্রাণ। অনেকের বাড়িতে আমরা নিজেরাই উপস্থিত হয়ে খাবার দিয়ে আসি, সেটা এখনও চলছে।
ভিডিও কলের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চেম্বারের পাশপাশি বাড়ি বাড়ি গিয়ে রাত আর দিনই নেই চিকিৎসা দিয়ে গেছেন। এমন ব্যস্ততার কারণে পরিবারকে খুব বেশি সময় না দেয়া বিষয়ে জানতে চাইলে ডাক্তার ফেরদৌস খন্দকারের স্ত্রী আঞ্জুমান আরা দিনা বলেন,‘ সেই বিয়ের আগে থেকেই মানুষের জন্য কিছু করার পাগলামী দেখেছিলাম উনার ভেতরে। এসব দেখতে দেখতেই উনার প্রতি অন্য রকমের ভালো লাগা তৈরী হয়। এরপর নিজেও স্বামী ভালো কাজের সঙ্গে জড়িয়ে থাকি। আর এমন একটি পেশার মানুষকে আমি বিয়ে করেছি যে পেশায় মানুষ এখন সবচেয়ে বড় ভুমিকা রাখছে, উনারাই এখন করোনাকালীন সময়ে সম্মুখযোদ্ধা।
আঞ্জুমান আরা দিনা বলেন,‘ অনাহারি মানুষের কষ্টের কথা মনে করে নিজেও খাবার কম খেতো, বাাড়িতে কম খাবার রান্না করতে বলতো। জানতে চাইলে বলতো, অনেকেই খাবারের কষ্টে আছে। নানা সমস্যায় আছে। বিভিন্ন রকমের খাবার টেবিলে থাকলে সেইসব অনাহারি মানুষের মুখগুলো ভেসে উঠে। এই খাবার আমার মুখে ঢুকে না। শুধু তাই নয়- করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও দিন রাত অসুস্থ্য থেকে ভার্চুয়াল মানুষের সেবা দিয়ে গেছেন।
বাংলাদেশে আসার পর যে মিথ্যাচার এবং গুজব প্রসঙ্গে ডাক্তার ফেরদৌসে স্ত্রী বলেন,‘ দেখুন একটি বিষয় আমার এখনও মনে আছে, চ্ট্টগ্রাম ওয়্যার নিজাম রোডে আমাদের বাসা ছিলো। সেই ১৯৯২ সালে দিকে, ওই সময় যখন জয় বাংলা শ্লোগান দিতে মানুষ ভয় পেতো। ছিলো জামায়াত বিএনপির শক্ত অবস্থান। সেই সময় দেখিছি বিভিন্ন আন্দোলন-মিছিলে সামনে সারিতে থেকে জয় বাংলা শ্লোগান দিতে। দূর সম্পর্কের আত্মীয় হ্ওয়ার কারণে ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়েছিল। ছাত্রলীগ করতে গিয়ে হামলা-মামলা শিকার হয়েছিল। এমনকি ৯২ সালে শিবিরের নির্যাতনের শিকার হয়ে গুরুত্ব অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বঙ্গবন্ধু আর দলের প্রতি এমন টান যার, সেই মানুষটিকে কিভাবে ছাত্রদল-বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বানিয়ে ফেলা হয়ে? আমার স্বামীর উপর মিথ্যাচার দেখে সত্যিই বুক ফেটে কান্না আসে। দুইদিন ঠিকমত আমরা কেউ ঘুমাতে পারিনি। কিন্তু সত্যটা ঠিকই প্রকাশ পেয়েছে। আমার স্বামীর পাশে যারা ছিলেন সবার কাছে আমরা কৃতজ্ঞ।
দেশের কোয়ারেন্টিনে থাকা স্বামী ফেরদৌস খন্দকারের প্রতি পরামর্শ দিয়ে বলেন,‘ উনাকে আমি বলেছি, মনোবল হারাবে না, তোমার পাশে সমগ্র বাংলাদেশ আছে।

হায়দার আলী
১০ জুন ২০২০

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ